নির্বাচনে ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টি জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল।
তিনি বলেন, ‘এমন একটি ক্যাম্পাস চাই নিজ নিজ ধর্ম, সংস্কৃতি ও মত প্রকাশ করতে পারবে।
স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন।
ফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদ ছাড়া বাকি প্রায় সব পদেই নিরঙ্কুশ জয় পেয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
নির্বাচন কমিশন জানায়, জিএস পদে সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়েছেন মাজহারুল ইসলাম।
ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন আব্দুর রশিদ জিতু।
ভিপি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩৩৪টি।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের বিপরীতে প্রার্থী ১৭৭ জন।
ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
নির্বাচনকেন্দ্রিক টানা চার দিন কার্যক্রম চলার কারণে আগামীকাল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। যদি কেউ কারচুপি বা জালভোট প্রমাণ করতে পারে পদত্যাগ করব, এমনকি পেনশনের টাকাও নেব না।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা নির্বাচন বর্জন করেছেন, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।
জাকসু নির্বাচনে টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। ২১টি হলের মধ্যে ইতোমধ্যেই ১৮টির গণনা শেষ হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরুর ৪০ ঘণ্টা পার হলেও এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার ৪০ ঘণ্টা পার হলেও চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গণনা চলছে।
ওএমআর মেশিনের পরিবর্তে হাতে ভোট গোনার সিদ্ধান্ত ।
জীবনে কখনো শুনেছেন যে ভোট গণনার চাপ সহ্য করতে না পেরে একজন শিক্ষিকার মৃত্যু হতে পারে?
রাত ১টা পর্যন্ত ৮ কেন্দ্রের ফলাফল গণনা বাকি রয়েছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বিক্ষোভ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ভোটার তালিকায় অসংগতি থাকায় বহু শিক্ষার্থী নিজ হলে ভোট দিতে পারেননি।
তিনি বলেন, লেভেল প্ল্যায়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না।
জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, ২১ টি হলের মধ্যে ১৯ টি হলের ভোট গণনা শেষ হয়েছে।
আজকের মধ্যে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা না হলে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা ছাত্রশিবিরের।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের ভোট গণনা আজ শুক্রবার সন্ধ্যায়ও শেষ হয়নি।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ ভোট গণনা শুরু হয়।
আরিফ উল্লাহ তার পোস্টে বলেন, ‘প্রশাসন যেকোনো মূল্যে জাকসুকে অকার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ।
এ সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনে কার্যালয়ে প্রবেশ করেন।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাবি উপাচর্য, উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জানাজায় উপস্থিত ছিলেন।
৩৩ বছর পর নির্বাচনে জাকসুর নতুন নেতৃত্ব বেছে নিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৗস নামে এক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন।
বাকি ৯টি হলের গণনার কাজ চলছে। সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে।
জিএস প্রার্থী সিয়াম বলেন, প্রশাসন সবসময় নির্বাচন বানচালের চিন্তায় ছিলো। এবারের নির্বাচন বানচাল হলে জাকসুতে আবারও ৩৩ বছরের জটলা তৈরি হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে। এই প্রস্তুতির অভাবের সুযোগ নিয়েছে একটি পক্ষ।
ইসির সদস্য সচিব বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।
নির্বাচনে মোট ৮ হাজার ১৬টি ভোট পড়েছে। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন।
ভোট গণনা সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে করা হবে। তাই কিছুটা সময় লাগবে।
মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ বলে স্লোগান দেন।
দুপুরে কিছু কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকায় ৮টা পর্যন্তও ভোটগ্রহণ করতে দেখা যায়। এখন চলছে ভোট গণনার অপেক্ষা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে।
১৯৯২ সালের পর এবারই প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো।
ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোটের একটি অভিযোগ পাওয়া গেছে ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে।
অভিযোগ উঠেছে, শিবির আলাদাভাবে ব্যালটপেপার সংগ্রহ করে ভোট কারচুপির পরিকল্পনা করেছে।
অনিয়মের অভিযোগ তুলে তারা ভোট বর্জন করে।
বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান শেখ সাদী হাসান
জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার এই তথ্য জানান।
ঘটনাস্থলে অন্য প্রার্থীরাও উপস্থিত হয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কারও কাছে মার্কার সরবরাহ করা হয়নি। তবে ভোট কারচুপির সুযোগ নেই।
তিনি অভিযোগ করেন, শিবিরের সভাপতি প্রকাশ্যে নির্বাচন কমিশনে অবস্থান করেছেন এবং প্রশাসন ও কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।
তিনি বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা নির্বাচনী কর্মকর্তাদের।
অভিযোগকারীদের দাবি, গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতরে প্রবেশ করে জাবি ছাত্রশিবির সভাপতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন।
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।
নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৭ জন প্রার্থী।
ইতোমধ্যে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ।
ভোটকেন্দ্র ও হলে দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। পাশাপাশি ২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি ফটকে এবং ক্যাম্পাসে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, এটা আদালতের রায়। চাইলেই তো আমরা পরিবর্তন করে ফেলতে পারি না।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন।
প্রতিষ্ঠার পর ১৯৭২ সালে প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে।